ইরাকের এক ব্যক্তি শেখ মহম্মদ ওবেদ অল রউই ডাক্তারের কাছে গিয়ে হাসিমুখে বললেন, "আমার মাথায় বুলেটটি বার করে দিন"। কিন্তু তার হঠাৎ এরকম উক্তি ডাক্তারদের অবাক করে দেয়। মাথায় আটকে রয়েছে ১২.৭ মিমি বুলেট কিন্তু মুখে এক গাল হাসি।
ডাক্তারের কাছে বুলেট বার করে শেখ মহম্মদ জানান, সে কোনো ব্যথাই অনুভব করছে না। ফল্লুজাহ কাছে এক প্রার্থনা সভায় থেকে বাড়ি ফিরছিলেন। সরকারি সেনাদের সঙ্গে দুস্কৃতিদের সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। সেখানে প্রচণ্ড গুলিবিনিময় চলছিল। হঠাৎ একটি বুলেট তার মাথায় এসে লাগে। তিনি এখন সম্পূর্ণভাবে সুস্থ অাছেন।