খাইলে টাকা খরচ হবে এটাই স্বাভাবিক। কিন্তু খেয়ে টাকা আয়ের কোন উৎস আছে এটা আপনি কি কখানো ভেবেছেন? হ্যাঁ, খেয়েও টাকা আয় করা যায় যদি আপনার খাওয়া দেখে অন্যরা আনন্দ পায়। আর এভাবে অনলাইনে হাজার দর্শক টেনে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন যুক্তরা যুক্তরাষ্ট্রের সারা রাইন নামের এক নারী। তার কাজ কেবল ক্যামেরার সামনে বসে শুধু খাওয়া।
২৬ বছরের এই নারী স্বাভাবিকের থেকে অনেকটাই মোটা। একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি। পাশাপাশি, এটা তার অতিরিক্ত রোজগার। প্রথমে তিনি খান চকোলেট কেক। এরপর দর্শকদের অনুরোধে মুখ ও সারা শরীরে মেখে নেন চকোলেট। সারার কথায়, তিনি তো খেতে ভালোই বাসেন। তাহলে সেটা ক্যামেরার সামনে করতে আপত্তি কোথায়? এর ফলে তার ওজন আরও বাড়ছে। তাতেও কোনও আক্ষেপ নেই।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব