সর্বাধিক গোল করার জন্য একজন ফুটবলার ট্রফি পেয়ে থাকেন কিংবা ক্লাব তাকে মোটা টাকার ইনসেনটিভ দিতে পারে। এমনটাই জানেন সবাই। কিন্তু লিগে পাঁচ গোল করতে পারলে পর্নোস্টারের সঙ্গে সহবাসের সুযোগ পাওয়ার কথা শুনলে চমকে উঠতেই হয়। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে জানিয়েছে, চব্বিশ বছর বয়সী রাশিয়ান ফুটবলার অ্যালেকজান্ডার কোকোরিনকে নাকি বলা হয়েছে রাশিয়ান প্রিমিয়র লিগ চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করতে পারলে টানা ১৬ ঘণ্টা সহবাস করার সুযোগ পাবেন দেশটির পর্নোস্টার অ্যালিনা ইয়েরেমেনকোর সঙ্গে।
ফুটবলের ভক্ত অ্যালিনা নীল ছবিতে সেরা দৃশ্যায়নের জন্য পর্নো অস্কার পেয়েছেন। কোকোরিন তার প্রিয় ফুটবলার। অ্যালিনা বলেন, কোকোরিন যদি রাশিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করতে পারে তাহলে আমি ওর সঙ্গে টানা ১৬ ঘণ্টা ম্যারাথন সেক্স করব। এটা আমার পক্ষ থেকে তার জন্য উপহার।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৫/ রশিদা