অন্যের বাড়িতে বাসন মেজে, কাপড় ধুয়ে জীবন চালায় জাতীয় স্তরে সোনা জয়ী বক্সার। রোজ ভোরে উঠেই তাকে ছুটতে হয় রিজিকের খোঁজে। তবুও জীবনের কঠিন বাস্তবতার কাছে পরাজয় বরণ করতে নারাজ সে। কথা হচ্ছে ভারতের হরিয়ানার কৈথালের ঋষু মিত্তালের।
দশম শ্রেণির ঋষুর কোচ বলছেন, 'ওর মধ্যে প্রচুর প্রতিশ্রুতি রয়েছে৷ ওদের পরিবার আর্থিক সমস্যায় জর্জরিত৷ নিজের স্বপ্নপূরণ করার জন্য ওর আর্থিক সাহায্য প্রয়োজন৷ এতকিছুর পর সোনার এই মেয়েকে দমিয়ে রাখা যায়নি৷ লোকের বাড়িতে ঝি-এর কাজ করেও নিয়মিত বক্সিং করে ও স্কুলে যায়৷'
হরিয়ানার হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ঋষুর কোচের একটাই আশা যে, সরকার ঋষুর পাশে এসে দাঁড়াবে। দেশে আরেকটা মেরি কম তৈরি হবে। আর সে যোগ্যতা পরিপূর্ণভাবেই রয়েছে ঋষুর মাঝে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ