২৩ বছরে ১ম বিয়ে করেন লিয়ানা ব্যারিয়েন্টোস। বছর না ঘুরতেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতেই আবারও বিয়ে করেন তিনি।
এর ১৮ দিন পরই ফের বিয়ের পিঁড়িতে বসেন লিয়ানা। এইভাবে ১৯৯৯ থেকে ২০০২ এই ৪ বছরে ৯ বার বিয়ে করেন লিয়ানা।
এরপর ৮ বছর বিরতি দিয়ে ২০১০ সালে আবারও বিয়ের জন্য আবেদন করেন তিনি। বিয়ের নিবন্ধন চেয়ে নিউ ইয়র্কের এই নারী বলেন, এটাই তার প্রথম এবং একমাত্র বিয়ে। এখন লিয়ানার বয়স ৩৯ বছর।
ওই বিয়ের লাইসেন্স চেয়ে করা আবেদনে মিথ্যা বিবৃতির দায়ে তার মাথার ওপর ১টি মামলা ঝুলছে। সরকার পক্ষের আইনজীবী বলছেন, অভিবাসন কেলেঙ্কারীতে ওই মামলা হয়েছে।
প্রসিকিউটর জানান, তার কয়েকজন স্বামী দ্রুত যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য বিয়েতে রাজি হন।
ধারণা করা হচ্ছে, তার এখন ৪ জন স্বামী রয়েছেন। এমনকি একটা সময় ৮ জন স্বামী ছিল তার। লিয়ানা সব বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টি, লং আইল্যান্ড ও নিউ জার্সি বা ব্রনক্সে। তার ৭ স্বামী মিসর, তুরস্ক, জর্জিয়া, পাকিস্তান ও মালিসহ তথাকথিত “রেড ফ্লাগড” দেশের।
২০০৬ সালে জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্সের তদন্তে দোষী সব্যস্ত হওয়ায় লিয়ানার ৮ম স্বামী পাকিস্তানের রশিদ রাজপুতকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল,২০১৫/নাবিল