আসন্ন সিটি কর্পোরেশন নিবার্চনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় কামনা করে মুন্সীগঞ্জে দোয়া করা হয়েছে এবং স্থানীয় ছিন্নমূল শিশু ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে সাবেক শহর ছাত্রলীগ সভাপতি মালেকুন মাকসুদ বিপুলের আয়োজনে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কয়েক শত অসহায় দরিদ্র নারী-পুরুষ ও ছিন্নমূল শিশুদের মাঝে এ খিচুড়ি বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. মতিউল ইসলাম হিরু, মহিলা কাউন্সিলর নারগিস আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাব্বির হোসেন দিপু, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাবেক ভিপি মাহমুদ রিয়াদ, যুবলীগ নেতা আবু কালাম সাবু, সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/ রশিদা