পহেলা বৈশাখ ভিন্নভাবে পালন করেছে ফরিদপুর শহর যুবলীগের নেতা-কর্মীরা। ব্যতিক্রমী আয়োজনের মধ্যে ছিল শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়া।
বর্ষবরণ উপলক্ষে মঙ্গলবার সকালে শহর যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন বরকত, সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফাহানের নের্তৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজেন্দ্র কলেজের সামনে হাসিনা মঞ্জিলে গিয়ে শেষ হয়। সেখানে শহর যুবলীগের নেতা-কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
এরপর যুবলীগের দুই শতাধিক নেতা-কর্মী ঝাড়ু, কোদালসহ পরিচ্ছন্ন কাজের উপকরণ নিয়ে রাস্তায় নামেন। তারা শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। যুবলীগের এ ধরনের ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ড শহরাবাসীর মাঝে বেশ প্রশংসা কুড়ায়।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৫/মাহবুব