গর্ভে ৫ মাসের সন্তান। এই অবস্থায় গত ডিসেম্বরে এক গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যান যুক্তরাষ্ট্রের ম্যাডিসনভিলের ২০ বছরের তরুণী শরিস্টা জাইলস। তিনি যে সেই কোমা থেকে বেরিয়ে আসতে পারবেন, সে আশা বিন্দুমাত্র ছিল না।
ডাক্তারদের কথায় নিরাশ হলেও, আশা পুরোপুরি ছেড়ে দেয়নি পরিবার। ক্ষীণ আশা জিইয়ে রেখেছিল তরুণীর কৃত্রিম শ্বাস-প্রশ্বাস। ডিসেম্বর গড়িয়ে এপ্রিল। ডাক্তারদের ভুল প্রমাণ করে, গত বুধবার চোখ খুললেন সেই তরুণী। অঘটন আরও একটি ঘটে!
তরুণীর আর জ্ঞান ফিরবে না ধরে নিয়ে, গত জানুয়ারিতেই তার ডেলিভারি করা হয়। স্বাভাবিক কারণেই সন্তানের ওজন ছিল দু পাউন্ডেরও কম। ডাক্তারদের বিশেষ নজরদারিতে রাখতে হয় তাকে। তবে, বাচ্চাটি এখন সুস্থ।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৫/মাহবুব