হুমায়ূন আহমেদ। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। প্রয়াত এ কলম জাদুকর তার লেখনি সৃষ্টি দিয়ে পাঠকদের হৃদয়ে আজও বেঁচে আছেন। শুধু লেখালেখি নয়, তার কিছু গানও এখনো সবার কানে বাজে। এ রকমই একটি গান এবারের সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রার্থীরা ব্যবহার করছেন। তবে কথা একটু পরিবর্তন করে প্যারোডি আকারে।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন। এই লক্ষ্যে নিজেদের প্রচারণায় পরিবর্তন আনছেন প্রার্থীরা। বিশেষ করে কাউন্সিলর প্রার্থীরা নিজেদের পরিচয় ও গুনগান তুলে ধরছেন গানের মাধ্যমে। সরোজমিনে দেখা গেছে, হুমায়ূন আহমেদের ‘শ্রাবন মেঘের দিন’ ছবির ‘একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ’ গানটির প্যারোডি নির্বাচনী মাঠ দখল করে আছে। এই গানকে অনুকরণ করে শোনানো হচ্ছে ‘একটা আছে সোনার প্রার্থী গুণে ভরা তার বেশ’। এছাড়া বেবী নাজনীনের মরার কোকিলে ও মমতাজের ফাইট্টা যায় গানটিও প্যারোডি হচ্ছে। তবে হুমায়ূনের গানটি সবচেয়ে বেশী অনুকরণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গুলিস্তান, পল্টন ও স্টেডিয়াম পাড়ার কয়েকটি দোকানে নির্বাচনকে কেন্দ্র করে এরকম গানের প্যারোডি তৈরি হচ্ছে। সুর ঠিক রেখে শুধুমাত্র প্রার্থীর নাম ও প্রতীক পরিবর্তন করে এইগুলো বানানো হচ্ছে। যারা এসব গান তৈরি করছেন তারা জানান, বাজারে অনেকের গানের চাহিদা রয়েছে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে বেশীরভাগ প্রার্থীদের লোকজন এসে অর্ডার দিচ্ছেন হুমায়ূন আহমেদের ‘একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ’ গানটির।