রাত কাটাতে হবে ট্রেনে। কিন্তু চোখে ঘুম নেই। একটু চোখ লাগলেই, ফের সজাগ। ব্যাগটা আছে তো? বা হয়ত ট্রেন থেকে নামার পর মনে পড়ল ব্যাগটির কথা। ততক্ষণে হয়তো আপনার ব্যাগ দিব্যি পরের স্টেশন পৌঁছে গেছে। মাথায় হাত! এমন বিড়ম্বনা থেকে এবার মুক্তি মিলবে অনলাইনে টিকিট কাটার সময়ই। খুব শিগগিরই যাত্রীদের মালপত্রের বিমা চালু করছে ভারতের রেল কর্তৃপক্ষ।
দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে টিকিট বুকিংয়ের সময় মালপত্রের উপর বিমা পরিষেবা পাবেন যাত্রীরা। টিকিট-মূল্যের থেকে কিছু বেশি অর্থ ব্যয় করে এই অতিরিক্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন যাত্রীরা। তাদের ওয়েবসাইটে বিমার অপশন দেওয়া থাকবে।
বিমা করা থাকলে ট্রেনে ব্যাগ হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সংশ্লিষ্ট যাত্রীকে ক্ষতিপূরণ দেবে সংশ্লিষ্ট বিমা সংস্থি। ইতোমধ্যেই বিমা সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে রেলের।
তবে এক্ষেত্রে কত প্রিমিয়াম দিতে হবে এ ব্যাপারে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমার প্রিমিয়াম নির্ভর করবে শ্রেণি ও গন্তব্যের দূরত্বের উপর। অর্থাৎ যাত্রী কত দূর যাবেন ও কোন শ্রেণির টিকিট কাটবেন তার উপর ভিত্তি করে। এ বিষয়ে প্রিমিয়ামের একটি তালিকা থাকবে ওয়েবসাইটে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ