সমাজ জীবন নিয়ে তার কোনো মাথা ব্যাথা নেই। আর নেই বলেই বেশ কয়েকটি বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি মৃতদের ছেড়ে অন্য কোথাও যেতে চান না। তার শখ মৃতদেহের সঙ্গে সেলফি তোলা। বলা হচ্ছে দিয়াব সাইকলি নামে এক লেবানিজ গোরস্থান রক্ষীর কথা। শুধু তাই নয় মায়ের মৃতদেহের সঙ্গে সেলফি তুলতে তিনি কি না মায়ের লাশও কবর থেকে তুলেছেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল এমবিসি টিভি তাদের অনলাইনে এই তথ্য জানিয়েছে। তিনি ওই চ্যানেলকে একটি সাক্ষাৎকার দেন। এ সময় একজন মনস্তত্ববিদও এই বিষয়ে আলোচনা করেন। তবে দিয়াবের কোনো মানসিক সমস্যা নেই বলে জানা যায়।
দিয়াব টিভি উপস্থাপক ও মনস্তত্ববিদকে জানান, তিনি কবরস্থানে সময় যাপন করতে পছন্দ করেন। মৃতদের মাঝে তিনি আলাদা রকমের সুখ খুঁজে পান।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব