বাড়ির কাজ ঠিক করে না করতে পারায় প্রায়ই স্ত্রীকে বকাঝকা করতেন মা। এই অপরাধেই মাকে শ্বাসরোধ করে খুন করে ছেলে। পৃথিবীর এই নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার নানপুর থানা এলাকার আদানদা গ্রামের।
জানা যায়, অভিযুক্ত ছেলের নাম আমন সিং। সে তাই দুই ভাইয়ের সঙ্গে গুজরাটে শ্রমিকের কাজ করত। এই সপ্তাহেই গুজরাট থেকে গ্রামের বাড়িতে ফিরেছিল সে। বাড়ির কাজ ঠিক মত করতে না পারায় প্রায়ই আমনের স্ত্রী সঙ্গীতাকে বকাবকি করতেন বছর ষাট বয়সী বৃদ্ধা সানি বাই। দিনের পর দিন স্ত্রীকে বকা শুনতে হচ্ছে দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠেন আমন। এরপরেই সে নিজের মাকে শ্বাসরোধ করে খুন এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায়। এদিকে, অভিযুক্ত আমনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব