শুধু রাজনৈতিক নেতা বা আমলারাই নন, কোটি টাকার দুর্নীতি থেকে বাদ দেওয়া যাচ্ছে না এবার উইপোকাদেরও! আড়াই কোটি টাকার সরকারি সম্পত্তিকে নির্দ্বিধায় খাদ্য বানিয়ে ফেলল উইপোকার দল! উইপোকার এমন কাণ্ডে মাথায় হাত ভারতের হরিয়ানার ঝাজ্জর জেলা প্রশাসনের।
গত সপ্তাহেই বিড়ম্বনার বিষয়টি নজরে আসে ঝাজ্জর জেলার ট্রেজারি অফিসারের। দপ্তরের চোখ কপালে তুলে ট্রেজারি অফিসের আড়াই কোটি টাকার স্ট্যাম্প পেপার নষ্ট করে দিয়েছে উইপোকা-বাহিনী।
সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ট্রেজারি অফিসের স্ট্রং রুম তালাবন্ধ ছিল। গত সপ্তাহে ঘর সাফাইয়ের জন্য তালা খোলা হয়। পুরনো ফাইল সরানোর সময়ই চোখ কপালে উঠে যায় অফিসারদের। স্ট্যাম্প পেপারগুলি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে উইপোকার। অর্ধেক খাওয়া বাকি থাকলেও সেগুলো আর কাজে লাগানো যাবে না। হিসেব করে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আড়াই কোটি টাকা।
ট্রেজারি অফিসার রাজীব মালিকের কথায়, 'স্ট্যাম্প পেপারগুলির এই অবস্থা দেখে আমি হতভম্ব হয়ে যাই। প্রত্যেকটি পেপারের দাম ৫ হাজার টাকা। রাজ্য সরকারের গাফিলতিতে সব মিলিয়ে আড়াই কোটি টাকা নষ্ট হল।'
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ