রেশন নিয়ে উদরপূর্তি করে পথে-ঘাটে শৌচকর্ম করে পরিবেশ নষ্ট- সেটা হবে না। এ ব্যাপারে এবার কঠোর অবস্থান নিয়েছেন ভারতের নদিয়া জেলা প্রশাসক পিবি সালিম। খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়া থেকে মানুষকে বিরত রাখতে সম্প্রতি এক অভিনব নির্দেশ দিয়েছেন তিনি।
তার নির্দেশ, খোলা জায়গায় শৌচকর্ম করলে মিলবে না রেশন। তবে এ নির্দেশের কারণে উল্টো বিতর্কে পড়েছেন জেলা প্রশাসক। তার বিরুদ্ধে উঠেছে খাদ্য অধিকারে হস্তক্ষেপের অভিযোগ।
বৃহ্স্পতিবার ভারতের এক সংবাদ মাধ্যমে জানানো হয়, সম্প্রতি নদিয়ার জেলা প্রশাসক পিবি সালিমের একটি নির্দেশকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে বিতর্ক। জেলা প্রশাসক এমন নির্দেশ আদৌ দিতে পারেন কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে খোদ জেলা প্রশাসনের ভেতরেই।
প্রতিবেদনে বলা হয়, দিন কয়েক আগে জেলা প্রশাসন জেলার বিভিন্ন প্রান্তের রেশন ডিলারের কাছে একটি লিখিত নির্দেশিকা পাঠায়। সেখানে বলা হয়—'…১ এপ্রিল ২০১৫ এর পর কোনো পরিবার যদি খোলা জায়গায় শৌচকর্ম করে পরিবেশকে দূষিত করে, তবে তারা রেশন পাবে না…।'
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৫/ এস আহমেদ