টেলিভিশনের অনুষ্ঠানগুলোতে উপস্থাপিকাদেরকে ঝটপট ঝরঝরে ইংরেজি বলতে শুনে অনেকেরই হিংসা হয়। আক্ষেপ হয়- ইস! আমিও যদি ওর মতো ইংরেজি বলতে পারতাম। তাদের জন্য খবর হচ্ছে, এত কষ্ট পাবার কোন কারণ নেই। আপনি অনুষ্ঠানে একজন উপস্থাপিকাকে যত সুন্দর ইংরেজি বলতে দেখেন, বাস্তবতা কিন্তু তেমন নাও হতে পারে। টিভি ক্যামেরার সামনে ঝরঝরে ইংরেজি বলতে তাদের অনেককেই রাতের ঘুম হারাম করতে হয়। আর অনুষ্ঠান শুরু আগে রিহার্সাল করে গলদঘর্ম হতে হয়।
এবার তেমনই একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অনুষ্ঠান শুরুর আগে পাকিস্তানি অভিনেত্রী মীরা বা ইরতিজা রুবাব প্রানান্তকর চেষ্টা করছেন শুদ্ধ ইংরেজি বলার।
ভিডিওতে দেখুন মীরার ইংরেজি বলার চেষ্টা:https://www.youtube.com/watch?v=cCwyRV4Y6QE#t=131
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/ এস আহমেদ