হরমন সিং নামের এক শিখ ছাত্র নিজের পাগড়ি খুলে গাড়ির ধাক্কায় আহত এক শিশুর মাথায় বেঁধে দেন। বাইশ বছরের যুবক এই তরুণ নিউজিল্যান্ড হেরাল্ড সংবাদমাধ্যমে জানান, "আমি দেখলাম মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে পাঁচ বছরে এক শিশু। তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। এক ভদ্রমহিলা তার মাথা চেপে ধরলেও কিছুতে রক্ত বন্ধ হচ্ছিল না। তখন আমার পাগড়ি খুলে তার মাথায় বেঁধে দিই।" তিনি আরও জানান, "আমি আমার পাগড়ি খোলা নিয়ে চিন্তিত ছিলাম না। ওই সময় ভয়াবহ দুর্ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছিল। সাহায্য করার জন্য সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছে, তাতেই আমি খুশি।"
টুইটার, ফেসবুকে হরমন সিংকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত-অপরিচিত অনেকেই। প্রসঙ্গত, পাঁচ বছরের শিশুটি স্কুল যাওয়ার সময় গাড়ি ধাক্কায় গুরুতর আহত হয়। এখন শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৫/ রশিদা