শিলাবৃষ্টি, উল্কাবৃষ্টি, মাছবৃষ্টির পর এবার মাকড়সা বৃষ্টি দেখলো মানুষ। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের গুলবার্ন শহরে বৃষ্টির সাথে অগণিত মাকড়সা পড়ে ঢেকে যায় গাছ পালা ঘরের ছাদ।
সাধারণভাবে ইউরোপ বা আমেরিকায় এ ধরণের মাকড়সা বৃষ্টি যে আতঙ্ক তৈরি করতো, তেমনটা অবশ্য হয়নি গুলবার্নে। কারণ মাকড়সা বৃষ্টিটি ছিল স্বল্পমাত্রার।
বৃষ্টির সাথে নেমে আসা এই মাকড়সাগুলি অনেক সময় গাছের ডগায় ছড়িয়ে থাকে। সেখানে জাল বুনে সেই জাল প্যারাসুটের মতো ব্যবহার করে তারা নিচে নেমে আসে। স্থানীয়দের কাছে এটা বেলুনিং নামে পরিচিত।
সূত্র : দ্য গার্ডিয়ান
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৫/ এস আহমেদ