অনলাইনে কর্মখালির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তবে তা যেনতেন পদ নয় জল্লাদ পদে আট ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। আর এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে সৌদি আরবে। সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ জল্লাদ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই চাকরির জন্য আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে শিরশ্ছেদে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। শরিয়াহ মোতাবেক জীবন যাপন করে, এমন যে কেউ আবেদন করতে পারবেন। শিরশ্ছেদ ছাড়াও জল্লাদদের অনেক কাজ থাকে। যেমন সৌদি আরবে চুরির ঘটনা প্রমাণিত হলে সেক্ষেত্রে আসামির আঙুল কেটে দেওয়া হয়। অপরাধীদের সাজা দেওয়ার জন্য এ রকম আরো কিছু অঙ্গহানির আইন আছে। যা বাস্তবায়ন করতে হয় জল্লাদদের।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। এই তালিকায় চীন সবার ওপরে, তারপর ইরান। দ্য গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/ ২০ মে, ২০১৫ইং/ রোকেয়া।