মানুষ শখের বশে মজা করে সেলফি তুলে থাকেন। যা সবারই জানা। কিন্তু, তাই বলে হাতিও সেলফি তুলবে! হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে।
ক্রিশ্চিয়ান নামের এক কানাডিয়ান পরিদর্শনে গিয়েছিলেন থাইল্যান্ডে। অনেক শখ ছিল হাতির সঙ্গে দাঁড়িয়ে সেলফি তোলার। এজন্য থাইল্যান্ডের এক পার্কে যখন সে এই শখ পূরণ করতে গেল তখন ঘটনাটা ঘটলো ঠিক উল্টো। তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে হাতি নিজেই সেলফি তুলে বসল।
২২ বছরের কানাডিয়ান এই পর্যটকের সঙ্গে এমনটাই ঘটেছে। ইনস্টাগ্রামে এই সেলফিকে তাই ‘এলফি’ উল্লেখ করে ছবিটি পোস্ট করেছেন তিনি।
আর লিখেছেন, ‘দারুণ একটা মজার ব্যাপার। তুলতে গিয়েছিলাম হাতির সঙ্গে সেলফি, আর শেষ অবধি হলো ঠিক উল্টো। ক্যামেরাটা নিয়ে ওই হাতিটা যেভাবে পারফেক্ট ছবিটা তুলল তাতে মনে হল ও হচ্ছে ইনবর্ন ক্যামেরাম্যান’।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৫/মাহবুব