মায়ের কাছে সন্তানই সবচেয়ে আপনজন। অথচ সেই সন্তানকে সিঁড়িতে ছুঁড়ে মারলেন নিষ্ঠুর মা। এতে শিশুটি মারা না গেলেও মুখের বেশ কয়েকটা জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটেছে। খবর এবিপি আনন্দের।
পুলিশ সূত্রে খবর, গত ২৪ জানুয়ারি সন্ধে ৬টার দিকে পুলিশের কাছে এক ব্যক্তির ফোন আসে। সেই ব্যক্তি জানায়, একটি দু'বছরের শিশুকে দোতলার সিঁড়িতে ছুঁড়ে মারেছে তার মা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই ব্যক্তির জবানবন্দি রেকর্ড করে। এসময় ওই ব্যক্তি জানায়, তার কাছে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিংও রয়েছে।
পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ। পুলিশ মূলত খতিয়ে দেখছে এর আগেও এ ধরনের কোন ঘটনা ওই নারী ঘটিয়েছেন কিনা, না হঠাৎ করে রাগের বসে এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারীর প্রথমে পরিবারের লোকের সঙ্গে ঝগড়া হয়। তারপর রাগের বশে ঘুমন্ত ছেলেকে তুলে নিয়ে গিয়ে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দেন তিনি।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব