২০১২ সালে ক্লাস চলাকালীন টয়লেটে যেতে চেয়ে শিক্ষকের কাছে অনুমতি চায় ১৪ বছরের এক ছাত্রী। কিন্তু অনুমতি মেলেনি। অনেক অনুনয়-বিনয়েও কাজ হয়নি। কোন মতেই ওই ছাত্রীকে ক্লাস চলাকালীন ‘টয়লেট ব্রেক’ দিতে রাজি হননি শিক্ষক। উল্টো টয়লেট যাওয়ার নামে বার বার ‘বিরক্ত’ করার অপরাধে কিশোরীকে ক্লাসরুম সংলগ্ন ‘স্টোর রুম’-এ রাখা আবর্জনার বালতিতে প্রস্রাব করতে বাধ্য করান ওই শিক্ষক!
এই ঘটনার পর চূড়ান্ত অপমানে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। সাংঘাতিক মানসিক অবসাদে আত্মহত্যারও চেষ্টা করে সে। আর এতেই মেয়েটির অভিভাবকদের গোচরে আসে গোটা বিষয়টি। ঘটনাটি ঘটেছিল ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো-র প্যাট্রিক হেনরি হাইস্কুলে।
এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মেয়েটির অভিভাবক। পাশাপাশি মনোবিদের সাহায্যে মেয়েটির চিকিৎসাও চলতে থাকে। অবশেষে চার বছর মামলা চলার পর সান দিয়েগো-র আদালত রায় দিল মেয়েটির পক্ষেই। মেয়েটির সম্মানহানির দায়ে স্কুল কর্তৃপক্ষকে সাড়ে ১২ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।
মেয়েটি এখন উনিশ বছরের যুবতী। মেয়েটির আইনজীবী ব্রায়ান ওয়াটকিনস্ জানান, ওই ঘটনার পর থেকেই স্কুলের প্রতি একটা ভীতি তৈরি হয়েছে তার মনে যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা করে চাকরিও করছেন তিনি। তবে এখনও তা মনোরোগের চিকিৎসা চলছে। আদালত তার পক্ষেই রায় দিয়েছে। মানহানির মামলায় জিতে আজ তিনি পেতে যাচ্ছেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/হিমেল