অনেক আগে থেকেই সমালোচনা চলছে হালের ফ্যাশন সেলফি তোলার উন্মাদনা নিয়ে। এই সেলফি তুলতে গিয়ে অনেক দুর্ঘটনারও শিকার হয়েছে মানুষ। সেলফি নিয়ে ফের একটি কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটলো।
এবার সেলফি'র কারণে প্রাণ হারাল এক শিশু ডলফিন। আর্জেন্টিনার এক সৈকতে সাগর থেকে কিভাবে যেন ভাসতে ভাসতে চলে এসেছিল ডলফিনটি। আর সেখানেই কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষের খপ্পরে পড়ে গেলো সে। ছোট্ট প্রাণীটির প্রাণের থেকে সেলফি তোলাটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেলো। আর তাতেই প্রাণ হারায় সে।
ছোট্ট ডলফিনটা মৃত্যুর পরও রেহাই পায়নি। মানুষের অতিরিক্ত কৌতুহল সেই মৃতদেহের ছবি তুলতে ব্যস্ত ছিল। শেষে পরে সৈকত নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তুলে নিয়ে যায় মৃতদেহটি।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১