পেটে যন্ত্রণা দু'মাস ধরেই। শেষমেশ সহ্য করতে না পেরে চিকিৎসকের কাছে ছুটেছিলেন তিনি। শেষ পর্যন্ত মুখ দিয়ে বের হল ছয় ফুট লম্বা একটি ফিতাকৃমি। যন্ত্রণা থেকে মুক্তি পেলেন ৪৮ বছরের ওই ব্যক্তি। পেটের যন্ত্রণা নিয়ে ইংল্যান্ডের কেমব্রিজে অ্যাডেনব্রোকস হাসপাতালে এসেছিলেন ওই ব্যক্তি। যন্ত্রণার কারণ প্রথমে ধরতে পারেননি চিকিৎসকরাও। শুরু হল পরীক্ষা-নিরীক্ষা।
প্রাথমিক ভাবে চিকিৎসকেরা মনে করেছিলেন, ওই ব্যক্তির কোলনের মধ্যে রয়েছে কৃমি। আর সেই জন্যই হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা। অনুমানটা ঠিকই ছিল, কিন্তু কৃমির ‘বাসস্থান’ বুঝতে ভুল হয়েছিল চিকিৎসকদের। ভুল হয়েছিল কৃমির আকার বুঝতেও। পরীক্ষার পরে দেখা যায় বিশাল একটি ফিতাকৃমি ওই ব্যক্তির কোলনে নয় কুণ্ডলী পাকিয়ে রয়েছে ক্ষুদ্রান্ত্রের মধ্যে।
অ্যাডেনব্রোকস হাসপাতালের চিকিৎসক সিরিয়াক ফিলিপস জানান, এরপরেই কৃমিটি মুখ দিয়ে বাইরে বের করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা যায়, ফিতাকৃমিটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। চিকিৎসক ফিলিপস জানান, এর আগে এত বড় কৃমি তিনি কখনো দেখেননি।সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার