দেহ ব্যবসা এবং মধুচক্র চালানোর অভিযোগে হোটেল থেকে আপত্তিজনক অবস্থায় আটক করা হয়েছে সাবেক এক বিউটি কুইনকে। ত্রান দুক থুই লিয়েন নামের ওই সুন্দরী ২০১৪ সালে একটি সৌন্দর্য্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশে।
এদিকে, তথ্য প্রমাণের ভিত্তিতে ত্রান দুক থুইকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার সঙ্গে দোয়ান এনগক মিন নামে গ্রেফতার আরও এক মডেলকে প্রায় আড়াই বছরের কারাণ্ড হয়েছে।
জেল ছাড়াও তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে। ২ জনকে মোট ২,৯০০ মার্কিন ডলার জরিমানা হিসাবে আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হোচিমিন সিটি থেকে কোয়াং নিন পর্যন্ত একটি ট্যাক্সি ভাড়া করে যান ওই দুই মডেল। প্রতি দিন ৭ হাজার মার্কিন ডলার করে দেওযা হবে এই শর্তে তারা হোটেলে ক্লায়েন্টদের মনোরঞ্জন করবেন বলে চুক্তিবদ্ধ হন। পুলিশের অনুমান, এই দলটির সঙ্গে আরও বড় বড় নাম জড়িয়ে রয়েছে। যাদের মধ্যে বর্তমান এবং অতীতের বহু বিউটি কুইন এবং মডেলরা যুক্ত রয়েছেন। সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব