Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:৫৬
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৫০

কুকুরের বিশ্বরেকর্ড! (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক

কুকুরের বিশ্বরেকর্ড! (ভিডিওসহ)
কেয়ন (ছবিঃ সংগৃহীত)

বেলজিয়ামের কুকুর কেয়ন তার নিজের লেজের কারণে রেকর্ডবুকে সবার ওপরে নিজের জায়গা দখল করতে সক্ষম হল। কেয়ন আইরিশ উল্ফহাউন্ড জাতের একটি কুকুর। কিন্তু সে তার লেজের দৈর্ঘের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে পৃথিবীর সব কুকুরকে। যার ফলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লেজের অধিকারী কুকুর এখন কেয়ন। খবর ম্যাশবলের।

ম্যাশেবলের দেওয়া তথ্য থেকে জানা যায়, কেয়নের লেজের দৈর্ঘ্য ২.৬ ফুট। তার এই দীর্ঘ লেজের কারণে অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলতে সক্ষম হয় কেয়ন। যার ফলে গিনেস বুক অব রেকর্ডসের পাতায় নিজের নাম তুলে নেয় কেয়ন। রেকর্ডবুকে নতুন নাম ওঠায় কেয়নকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এমন গৌরব অর্জন করায় কুকুরটির মালিক জেফ থিস তার কুকুরের প্রতিও অনেক খুশি।

গিনেস বুক অব রেকর্ডসের কর্মকর্তারা কেয়নের মালিক জেফ থিসের সঙ্গে দেখা করতে বেলজিয়ামের বাসায় চলে যান। এ সময় তারা কেয়নকে গিনেসের পক্ষ থেকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লেজের সনদপত্র উপহার দেন। সেই সঙ্গে কেয়নের কিছু ছবিও তোলেন তারা।

 


বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২


আপনার মন্তব্য