বেশি পানি ব্যবহার করার ‘অপরাধে’ এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই ছাত্রকে দিয়ে জুতা পর্যন্ত চাটায় বাড়ির মালিক। পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
ডিসিপি (দক্ষিণ-পূর্ব) এম বি বোরালিনগাইয়া জানান, “অরুণাচল প্রদেশের এক ছাত্র অভিযোগ করেন, অতিরিক্ত পানি ব্যবহার করার জন্য বাড়ির মালিক বেধড়ক মারধর করে তাকে। এমনকি জুতা পর্যন্ত চাটতে বাধ্য করা হয় ওই ছাত্রকে।”
বাড়ির মালিক হেমন্ত কুমারের নামে অভিযোগ দায়ের করেন ক্রাইস্ট ইউনিভার্সিটির ছাত্র হিগিও গান্তে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এম বি বোরালিনগাইয়া।