চলতে চলতে হঠাৎ পদস্খলন। একেবারে আক্ষরিক অর্থে ৫০ ফুট গভীর কুয়ার মধ্যে পড়ে গেলে সিংহশাবক। শেষমেশ গ্রামবাসীদের খাটিয়া চেপে বাইরে এলে সে।
ঘটনা গুজরাটের আমরেলি শহরের। ফাঁকা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল এক সিংহশাবক। তর্জন গর্জন শুনে হাজির হন গ্রামবাসীরা। কিন্তু প্রাণ হাত করে কে তাকে কীভাবে বাইরে আনবে! খবর দেওয়া বনকর্মীদের। এর মধ্যেই গ্রামবাসীরা দড়ি বেঁধে একটি খাটিয়া নামিয়ে দেন কুয়োর মধ্যে। তাতে চড়েই উপরে উঠতে থাকেন পশুরাজ। সামনেই খাঁচা খুলে রেখেছিলেন বনবিভাগের কর্মীরা। খাটিয়া করে উপরে উঠেই সেটির মধ্যে প্রবেশ করেন তিনি। গ্রামবাসীরাও হাঁফ ছেড়ে বাঁচেন। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার