পাখির মধ্যে এরাই সর্ববৃহৎ। এবং পৃথিবীতে জীবিত পাখিদের মধ্যে এর ডিমের আকারও হয় সবচেয়েে বড়। অস্ট্রিচ বা উটপাখি। পৃথিবীর বুকে, আকারে সব থেকে বড় পাখি। তাদের মূলত পাওয়া যায় আফ্রিকা মহাদেশে। এমনটাই ধারণা ছিল এতদিন।
সম্প্রতি এক গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, উটপাখির আদি স্থান এই ভারতেই। কিন্তু, তা প্রায় ২৫০০০ বছর আগে। হায়দরাবাদের ‘সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি’, বা সিসিএমবি-র গবেষণায় পাওয়া গিয়েছে এই তথ্য।
এ যাবৎ, অনেক জিওলজিস্ট ও আর্কিওলজিস্টই বেশ কয়েকবার অস্টরিচের ডিমের খোসা পেয়েছেন রাজস্থান ও মধ্যপ্রদেশে। সেই খোসার ডিএনএ পরীক্ষা করা হয় সম্প্রতি। এবং তাতে জিন-গত মিল পাওয়া যায় উটপাখির সঙ্গে, জানিয়েছেন সিসিএমবি-র প্রধান গবেষক।
খোলাগুলির কার্বন-ডেট পরীক্ষা করে জানা যায় যে ২৫০০০ বছর আগে, ‘কন্টিনেন্টাল ড্রিফ্ট’ হওয়ার সময়ে যখন গন্ডোয়ানা তৈরি হয়, তখনই অস্ট্রিচ-কুল হেঁটে বেড়াত এই ভারতের মাটিতে।
প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে, দক্ষিণ আফ্রিকা, আরব, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, ভারত ও মাদাগাস্কারকে নিয়ে গন্ডোয়ানাল্যান্ড ছিল এক ‘সুপার’ মহাদেশ। কয়েক লক্ষ বছর আগে যা ভেঙে যায় আফ্রিকা ও ইন্দো-মাদাগাস্কার ভূখণ্ডে। তার পরে, এই পাখির দল, পদব্রজে চলে যায় আফ্রিকার উদ্দেশ্যে। এ ঘটনাও প্রায় ২০ মিলিয়ন বছর আগের।
সম্পূর্ণ তথ্যই প্রকাশিত হয়েছে ‘প্লাস ওয়ান’ নামে এক বিজ্ঞান গবেষণাপত্রে। তবে, অস্ট্রিচের সঙ্গে ভৌগোলিক ওই কন্টিনেন্টাল ড্রিফ্ট-এর কোনও সংযোগ রয়েছে কি না সে ব্যাপারে সঠিকভাবে কোনও তথ্য নেই।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/ ২ মে, ২০১৭/ইমরান