ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে শুরু হয়েছে নানামুখী তৎপরতা। হতাশার মধ্যে এটি আশার আলো হয়ে দেখা দিয়েছে। ইরানে ইসরায়েলি হামলা সম্পর্কে প্রথমে নিন্দা জানিয়েই ক্ষান্ত ছিল চীন ও রাশিয়া। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরান আত্মসমর্পণ না করলে সরাসরি মার্কিন হামলা চালানোর কথা বলার পর শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে শক্তিমান দুটি দেশও। তারা ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। রাশিয়া সরাসরি বলে দিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার হুমকিতে কিছুটা হলেও কাজ হয়েছে। দৃশ্যত উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। কিছুটা সুর নরম করেছে ইসরায়েল। ইরানও সমঝোতার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুদ্ধবিমান, জ্বালানি ভরার বিমান ও বিমানবাহী রণতরি এরই মধ্যে ধারেকাছের এলাকায় পৌঁছেছে। নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে। তারা ইউরোপে প্রায় তিন ডজন জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যে ৪০ হাজারের বেশি সেনা উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তাদের বেশির ভাগই সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। দুটি বিমানবাহী মার্কিন রণতরি ওই অঞ্চলের দিকে যাচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলায় অংশ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি রেখেছে ইরান। করোনার আঘাত নিরাময় না হতেই ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধে কোনো বৃহৎ শক্তি জড়িত হলে তা যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে, সে আশঙ্কা থেকেই যাবে। এ প্রেক্ষাপটে সব পক্ষকেই সুমতি ও শুভবুদ্ধির পরিচয় দিতে হবে নিজেদের স্বার্থেই। ইরান-ইসরায়েল যুদ্ধকে আর বাড়তে না দিয়ে সম্মানজনক সমাধানের পথ খুঁজতে হবে জাতিসংঘসহ বিশেষ করে বৃহৎ শক্তিগুলোকে। শান্তির পক্ষে বিশ্ববাসীকে হতে হবে সোচ্চার।
শিরোনাম
- ফেসবুকে ব্যক্তিগত তথ্য চুরি: জাকারবার্গের চুপিসারে নিষ্পত্তি
- কুষ্টিয়ায় গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন
- কনসার্টে সিইও-র সাথে এইচআর প্রধানের ‘পরকীয়া’! ভাইরাল ভিডিও স্ত্রীর হাতে
- আমাদের খাবার পানিতে কি ভাগ বসাচ্ছে এআই?
- নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, পুড়লো ৩০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন
- জয়পুরহাটে গণঅভ্যুত্থান দিবসে ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন
- স্পেসএক্স প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
- ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
- সাগরকন্যা সিঙ্গাপুরে বাড়ছে মুসলমানদের সংখ্যা
- জিহ্বা যখন বড় শত্রু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান
- বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার
- সূত্রাপুরে একই পরিবারের দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
শুভবুদ্ধির উদয় হোক
ইরান-ইসরায়েল যুদ্ধ অবসান জরুরি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর