ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে শুরু হয়েছে নানামুখী তৎপরতা। হতাশার মধ্যে এটি আশার আলো হয়ে দেখা দিয়েছে। ইরানে ইসরায়েলি হামলা সম্পর্কে প্রথমে নিন্দা জানিয়েই ক্ষান্ত ছিল চীন ও রাশিয়া। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরান আত্মসমর্পণ না করলে সরাসরি মার্কিন হামলা চালানোর কথা বলার পর শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে শক্তিমান দুটি দেশও। তারা ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। রাশিয়া সরাসরি বলে দিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার হুমকিতে কিছুটা হলেও কাজ হয়েছে। দৃশ্যত উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। কিছুটা সুর নরম করেছে ইসরায়েল। ইরানও সমঝোতার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুদ্ধবিমান, জ্বালানি ভরার বিমান ও বিমানবাহী রণতরি এরই মধ্যে ধারেকাছের এলাকায় পৌঁছেছে। নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে। তারা ইউরোপে প্রায় তিন ডজন জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যে ৪০ হাজারের বেশি সেনা উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তাদের বেশির ভাগই সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। দুটি বিমানবাহী মার্কিন রণতরি ওই অঞ্চলের দিকে যাচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলায় অংশ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি রেখেছে ইরান। করোনার আঘাত নিরাময় না হতেই ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধে কোনো বৃহৎ শক্তি জড়িত হলে তা যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে, সে আশঙ্কা থেকেই যাবে। এ প্রেক্ষাপটে সব পক্ষকেই সুমতি ও শুভবুদ্ধির পরিচয় দিতে হবে নিজেদের স্বার্থেই। ইরান-ইসরায়েল যুদ্ধকে আর বাড়তে না দিয়ে সম্মানজনক সমাধানের পথ খুঁজতে হবে জাতিসংঘসহ বিশেষ করে বৃহৎ শক্তিগুলোকে। শান্তির পক্ষে বিশ্ববাসীকে হতে হবে সোচ্চার।
শিরোনাম
- ট্রাম্পের শুল্ক আরোপ : ভারতের শেয়ারবাজারে বিশাল ধস, নামবে জিডিপিও!
- মাঝ আকাশে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ
- সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- রোজার আগেই নির্বাচনি ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছাবে : প্রিন্স
- ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
- ‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- চুয়াডাঙ্গা সীমান্তে ২১টি স্বর্ণবারসহ যুবক আটক
- বেলকুচিতে বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল
- পদ্মার ভাঙনে নিঃস্ব শরীয়তপুরের শত শত পরিবার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
- ভারতের পর চীনের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান ট্রাম্প
- ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
- কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না : সালাহউদ্দিন
- গৌরনদীতে গাঁজাসহ আটক মাদক বিক্রেতার এক বছরের কারাদণ্ড
- জুলাই মাসে দেশের সামগ্রিক পিএমআই সূচক বেড়ে ৬১.৫
- বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- বাস পুকুরে, প্রাণ গেল তিন মাসের শিশুর
- ২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না রাফিয়ার
- রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী
শুভবুদ্ধির উদয় হোক
ইরান-ইসরায়েল যুদ্ধ অবসান জরুরি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর