কেউ কথা রাখেনি- এ অনুভূতি জাতিকে স্বাধীনতার পর থেকে আশাহত করে আসছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন বর্বর পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে। স্বাধীনতা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের মানুষের হাজার বছরের ইতিহাসের সেরা অর্জন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশা পূরণ হয়নি। গণতান্ত্রিক চেতনা সরকার ও রাষ্ট্রকাঠামোর পরিচালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার স্বাধীনতার ৫৪ বছরেও নিশ্চিত করা যায়নি। ’৯০-এর গণ আন্দোলনের প্রত্যাশা ছিল দেশ গণতন্ত্রের পথে চলবে। তিন জোটের রূপরেখা অনুযায়ী পরিচালিত হবে দেশের রাজনীতি, সরকার ও সংসদ। কিন্তু সে প্রত্যাশা মুখ থুবড়ে পড়তে সময় লাগেনি। দেশের ইতিহাসে জুলাইয়ের গণ অভ্যুত্থানও জাতিকে স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের। স্বাধীনতা সমুন্নত রাখার। ভাত-কাপড়ের নিশ্চয়তার। সংগত কারণেই এ প্রত্যাশা যাতে পূরণ হয় সে তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তার দল বিএনপি চায় জনবান্ধব রাজনীতি। তার দলের লক্ষ্য মানুষের ভোটের অধিকার আর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। জনগণের আস্থা অর্জন করতে পারলেই হওয়া যাবে নেতা। জনগণ প্রত্যাখ্যান করলে নেতা থাকা যাবে না। ১৭ বছর দেশের মানুষ অত্যাচার, গুম, খুনের শিকার হয়েছেন। অভ্যুত্থানের শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। দেশের ছাত্র ও যুবসমাজ যারা দেশকে গড়ে তুলবে, এগিয়ে নেবে, যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশিত দেশ গড়ে তুলতে হবে। কীভাবে উৎপাদন বাড়ানো যায় সে চেষ্টা করতে হবে। আমরা যদি ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে মানুষের কর্মসংস্থান হবে। কর্মক্ষম জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা হবে। বিএনপি নেতার দেওয়া ভার্চুয়ালি বক্তব্য খুবই প্রাসঙ্গিক তাৎপর্যপূর্ণ। আমাদের বিশ্বাস, জুলাই চেতনা অনুসরণে দেশের রাজনীতি জনপ্রত্যাশার পরিপূরক হয়ে গড়ে উঠবে।
শিরোনাম
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য
- বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েল যাচ্ছেন মিসরের গোয়েন্দা প্রধান
- নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি
- যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে উড়ে গেলেন জেডি ভ্যান্স
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপি প্রতিনিধি দল
- গাজায় ত্রাণ প্রবেশে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নেতানিয়াহুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
- শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার
জুলাইয়ের প্রতিশ্রুতি
গণতন্ত্রের পথে চলুক দেশ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর