অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনটি কাজ শুরু করে। সংস্কার, বিচার ও নির্বাচন প্রস্তুতি। এর মধ্যে সংস্কার ও বিচার সময়সাপেক্ষ। কিন্তু নির্বাচনের জন্য অনির্ধারিত সময় অপেক্ষা করা যায় না। কারণ যে বৈষম্যহীন ন্যায্যতা ও মানবিক মর্যাদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজন দ্রুত স্বচ্ছ নির্বাচন। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা গণতান্ত্রিক সরকার বিরোধী দলসহ সব অংশীজনের যৌক্তিক আকাক্সক্ষা পূরণে কাজ করবে। জুলাইর চেতনা বাস্তবায়ন হবে পরবর্তী নির্বাচিত সরকারের অন্যতম প্রধান কর্তব্য। কিন্তু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোসহ নানা মহলে বিবিধ সংশয় দানা বেঁধে উঠছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ব ঘোষণা সত্ত্বেও সন্দেহের মেঘ কাটছিল না। অবশেষে ৫ আগস্ট, ‘জুলাই গণ অভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দিলেন- আগামী বছরের ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগেই ভোট। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যার বিচার, সংস্কারসহ বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান।’ এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার। গতকাল থেকেই প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হওয়ার কথা। এবারের নির্বাচন হবে দেশের বিচারে শ্রেষ্ঠ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। বিএনপিসহ অধিকাংশ দল তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে দেশের মানুষ যেন ‘নতুন বাংলাদেশ’ গড়ার কাজে সমানভাবে এগিয়ে যেতে পারে, সেজন্য সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সদিচ্ছা এবং দায়িত্বশীল নাগরিক ভূমিকা পালন জরুরি। মনে রাখতে হবে, দেশি-বিদেশি একটা মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা কুটচাল চালতে পারে। ষড়যন্ত্রের জাল বিছাতে পারে। ফলে এ নিয়ে আর কোনো অছিলায়, কোনো অজুহাতে, কোনো পক্ষের, পানি ঘোলা না করাই কাম্য। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশপ্রেমী শক্তি, যার যার অবস্থান থেকে সেরা নির্বাচনের লক্ষ্য অর্জনে অটল থাকবেন আশা করি। দেশের মানুষ দীর্ঘদিন পর একটা উৎসবমুখর ভোট উদ্যাপনের অপেক্ষায়।
শিরোনাম
- জার্মানিতে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ২৮ বছর পর হিমবাহের নিচে মিলল নিখোঁজ ব্যক্তির অক্ষত মরদেহ
- জনগণের ভোটে নির্বাচিত সরকার চায় বিএনপি: নজরুল ইসলাম খান
- যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, জারি হলো লকডাউন
- চট্টগ্রামে ডাম্প ট্রাকে লরির ধাক্কায় হেলপার নিহত
- রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে তিন ভাইকে কুপিয়ে জখম
- ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮
- ট্রাম্পের ‘৫০% শুল্ক আরোপের’ ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ভারতের
- ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
- জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
- শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ‘হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল, জনমানুষ ঠিকই বুঝেছিল’
- দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- আগামী বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে : বাণিজ্য উপদেষ্টা
- জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা
- আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
- চরফ্যাশনে দুই ভাই হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড
ফেব্রুয়ারিতেই ভোট
সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর হোক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর