ধর্ম মন্ত্রণালয় ২০২৬ সালের জন্য সরকারের পক্ষ থেকে তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। ঘোষিত হজ প্যাকেজ-১-এ হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসনসুবিধা দেওয়া হবে। অ্যাটাচড বাথরুমসহ এক রুমে সর্বোচ্চ পাঁচজনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২-এর হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিরাঙ্গন থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসনসুবিধা দেওয়া হবে। অ্যাটাচড বাথরুমসহ এক রুমে সর্বোচ্চ ছয়জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। হজ প্যাকেজ-৩-এর হজযাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়া এলাকা এবং মদিনার মারকাজিয়া এলাকার বাইরে। এক রুমে সর্বোচ্চ ছয়জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরিফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতে এসি বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। বাংলাদেশের হজযাত্রীরা কাবাঘরের সন্নিকটে এতকাল অবস্থান করতেন। কিন্তু সেসব স্থাপনা সৌদি কর্তৃপক্ষ ভেঙে ফেলায় এখন থেকে দূরে আজিজিয়া এলাকায় অবস্থান করতে হবে। তবে হজযাত্রীরা কাবাঘরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে এসি বাসে যাতায়াতের সুযোগ পাবেন। ধর্ম মন্ত্রণালয় একই সঙ্গে বেসরকারি এজেন্সিসমূহের জন্য ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকার প্যাকেজ ঘোষণা করেছে। যাতে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে আগামী ১২ অক্টোবর হজ নিবন্ধন কার্যক্রম শেষ হবে।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক
- যুক্তরাজ্যের অভিবাসন আইনে বড় পরিবর্তন, কঠিন হচ্ছে স্থায়ী বসবাসের নিয়ম
- ৬ দিনের রিমান্ডে জাপার কাজী মামুন
- অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
- বিশ্বনাথে রেলের পরিত্যক্ত কক্ষে ৩ ককটেল উদ্ধার
- টিকটকের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেফতার
- কোস্টগার্ডের অভিযানে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক
- চট্টগ্রামে যানজট কমাতে ফিল্ড সার্ভে শুরু: চসিক মেয়র
- বরিশালে পৃথক দুই হত্যা মামলায় চারজন ৪ গ্রেফতার
- জাতীয় পতাকা ছাড়াই চলছে সাব-রেজিস্ট্রার অফিস
- স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- বিদেশি সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- বুধবার পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং, মানতে হবে ৬ শর্ত
- দিনাজপুরে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহালের দাবি
- ১১ কেজি মাছের দাম ৪৬ হাজার
- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি
- নানা আয়োজনে টিএমএসএস হার্ট সেন্টারে বিশ্ব হার্ট দিবস উদযাপন
- ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন জঁ-মার্ক সেরে-শারলে
- পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : র্যাব ডিজি
- বরিশালে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ৬ লাখ, স্বাস্থ্য সহকারীদের বর্জন
হজ রোডম্যাপ
সরকারি তিন প্যাকেজ
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর