সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বৃদ্ধি পেয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ হলেও অবৈধ অস্ত্রধারীদের সামাল দিতে না পারলে তা আদৌ সম্ভব হবে কি না, বড়মাপে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বড় বিচ্যুতি ছিল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতা। যেভাবেই হোক নিজেদের জয়ী হতে হবে- এমন অপরিণামদর্শী মনোভাবে আক্রান্ত হয়েছিলেন বিগত সরকারের কর্ণধাররা। নির্বাচন কমিশন সারমেয় মার্কা হিজ মাস্টার্স ভয়েসের প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়েছিল। দৃশ্যত অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়। নিজেদের স্বার্থেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন তাদের কাম্য হওয়া উচিত। কিন্তু দেশে যেভাবে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বৃদ্ধি পাচ্ছে নির্বাচনের আগে সামাল দিতে না পারলে ভোটাভুটি কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে বড়মাপে শঙ্কা থেকে যায়। অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ বাড়াচ্ছে রাজনীতিতেও। প্রতিপক্ষকে ভয় দেখানো, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে ব্যবহার হচ্ছে অবৈধ অস্ত্র। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর মাঠের চিত্র পাল্টে গেছে। অবৈধ অস্ত্রের মহড়াও দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। ৫ নভেম্বর চট্টগ্রামের চান্দগাঁও চালিতাতলী এলাকায় নির্বাচনি জনসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। সর্বশেষ গত সোমবার রাজধানীর পল্লবীতে এবং ১০ নভেম্বর পুরান ঢাকার আদালত চত্বরে টার্গেট খুনের শিকার হয়েছেন আরও দুজন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গণ অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় অস্ত্র প্রদর্শন ও তার ব্যবহার বেড়েই চলছে। পুলিশের লুট হওয়া ১ হাজার ৪০৫টি অস্ত্র ও আড়াই লাখ গুলি এবং বৈধ লাইসেন্সধারীদের জমা না দেওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্রও এখন অবৈধ হয়ে অপরাধীদের হাতেই রয়ে গেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কড়া হতে হবে। অস্ত্রধারী যে-ই হোক তাদের আনতে হবে আইনের আওতায়। দুর্বৃত্তায়নের রাজনীতি যাতে মাথা চাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে থাকতে হবে সতর্ক। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
অবৈধ অস্ত্রের ঝনঝনানি
সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর