জনবিস্ফোরণের ঝুঁকি বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির হার স্বাধীনতার পর কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও বিশ্বের যেসব দেশের জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। সন্দেহ নেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন অনেক দেশের কাছে ঈর্ষণীয়। তারপরও সত্যি হলো ১৮ কোটি মানুষের এ দেশটি এখনো উন্নয়নের কাঙ্ক্ষিত সোপানে পৌঁছতে পারেনি। এ সত্যের জন্য প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করা হয়। বাস্তবতার খাতিরে স্বীকার করতেই হবে, জনগণের ভাগ্যোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা সম্ভবত জনসংখ্যা বিস্ফোরণ। স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে প্রায় আড়াই গুণ। অস্তিত্বের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা জাতির জন্য বড় চ্যালেঞ্জ হলেও ধর্মান্ধতা, অসচেতনতা এবং জš§নিয়ন্ত্রণসামগ্রীর সহজপ্রাপ্যতার অভাব বিপর্যয় সৃষ্টি করছে। বিশেষ করে জš§শাসনের উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সমাজের গরিব মানুষের জন্য এর ব্যবহার অসম্ভব করে ফেলছে। সরকারের পক্ষ থেকে জš§নিয়ন্ত্রণসামগ্রী সরবরাহে ঘাটতি এবং বেসরকারি পর্যায়ে মূল্যবৃদ্ধিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হার বেড়েই চলছে। জনবিস্ফোরণের সমূহ বিপদের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
লেখক : এমএ মান্নান