খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনায় সৃষ্ট সহিংসতায় রবিবার তিন ব্যক্তি নিহত হয়েছে। তারা সবাই পাহাড়ি। এ ঘটনায় ১৩ সেনা, তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করে উচ্ছৃঙ্খল জনতা জ্বালাও-পোড়াওয়ে মেতে ওঠে। এ সময় দুষ্কৃতকারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করেন। ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তারা যখন তৎপরতা চালাচ্ছিলেন, ঠিক এমন সময় উগ্রপন্থি পাহাড়ি একটি রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচি পাহাড়ে অশান্তি উসকে দেয়। খাগড়াছড়িতে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশ্বস্ত করা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্মর্তব্য গত শনিবার এক দফা সংঘর্ষের পর সব দলমতের সঙ্গে আলোচনার মাধ্যমে খাগড়াছড়ি সদর এলাকায় অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে রাতে ফেসবুকের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় পুনরায় অবরোধের ডাক দেওয়া হয়। পরে রবিবার সকাল থেকেই খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড়ি উচ্ছৃঙ্খল জনতা ইউপিডিএফের প্রত্যক্ষ উসকানিতে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধ করে। সকালে সেনাবাহিনীর টহল দল সড়ক অবরোধ সরানোর সময় ২০০ থেকে ৩০০ পাহাড়ি সংঘবদ্ধ হয়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ১২ জন সেনাসদস্য আহত হন। সেনাবাহিনী প্রথমে মাইকে সবাইকে সরে যাওয়ার অনুরোধ করে। উচ্ছৃঙ্খল জনতা সরে না যাওয়ায় ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী লাঠিচার্জ করে। উচ্ছৃঙ্খল জনতা আরও মারমুখী হয়ে বাঙালিদের বাড়িঘরে আগুন দিলে তাদের সঙ্গে পাহাড়িদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পাহাড়ের উঁচু স্থান থেকে পাহাড়ি একটি রাজনৈতিক দলের ক্যাডাররা গুলি চালালে তিন ব্যক্তি প্রাণ হারান। খাগড়াছড়িতে ধর্ষণের জন্য দায়ী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কাম্য। কিন্তু তার বদলে আইনশৃঙ্খলার অবনতি বিভেদকামী শক্তিকেই উৎসাহ জোগাবে। এ হঠকারী পথ থেকে সবাইকে সরে আসতে হবে।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক
- যুক্তরাজ্যের অভিবাসন আইনে বড় পরিবর্তন, কঠিন হচ্ছে স্থায়ী বসবাসের নিয়ম
- ৬ দিনের রিমান্ডে জাপার কাজী মামুন
- অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
- বিশ্বনাথে রেলের পরিত্যক্ত কক্ষে ৩ ককটেল উদ্ধার
- টিকটকের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেফতার
- কোস্টগার্ডের অভিযানে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক
- চট্টগ্রামে যানজট কমাতে ফিল্ড সার্ভে শুরু: চসিক মেয়র
- বরিশালে পৃথক দুই হত্যা মামলায় চারজন ৪ গ্রেফতার
- জাতীয় পতাকা ছাড়াই চলছে সাব-রেজিস্ট্রার অফিস
- স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- বিদেশি সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- বুধবার পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং, মানতে হবে ৬ শর্ত
- দিনাজপুরে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহালের দাবি
- ১১ কেজি মাছের দাম ৪৬ হাজার
- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি
- নানা আয়োজনে টিএমএসএস হার্ট সেন্টারে বিশ্ব হার্ট দিবস উদযাপন
- ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন জঁ-মার্ক সেরে-শারলে
- পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : র্যাব ডিজি
- বরিশালে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ৬ লাখ, স্বাস্থ্য সহকারীদের বর্জন
খাগড়াছড়িতে হানাহানি
হঠকারী পথ থেকে সরে আসতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর