খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনায় সৃষ্ট সহিংসতায় রবিবার তিন ব্যক্তি নিহত হয়েছে। তারা সবাই পাহাড়ি। এ ঘটনায় ১৩ সেনা, তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করে উচ্ছৃঙ্খল জনতা জ্বালাও-পোড়াওয়ে মেতে ওঠে। এ সময় দুষ্কৃতকারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করেন। ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তারা যখন তৎপরতা চালাচ্ছিলেন, ঠিক এমন সময় উগ্রপন্থি পাহাড়ি একটি রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচি পাহাড়ে অশান্তি উসকে দেয়। খাগড়াছড়িতে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশ্বস্ত করা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্মর্তব্য গত শনিবার এক দফা সংঘর্ষের পর সব দলমতের সঙ্গে আলোচনার মাধ্যমে খাগড়াছড়ি সদর এলাকায় অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে রাতে ফেসবুকের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় পুনরায় অবরোধের ডাক দেওয়া হয়। পরে রবিবার সকাল থেকেই খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড়ি উচ্ছৃঙ্খল জনতা ইউপিডিএফের প্রত্যক্ষ উসকানিতে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধ করে। সকালে সেনাবাহিনীর টহল দল সড়ক অবরোধ সরানোর সময় ২০০ থেকে ৩০০ পাহাড়ি সংঘবদ্ধ হয়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ১২ জন সেনাসদস্য আহত হন। সেনাবাহিনী প্রথমে মাইকে সবাইকে সরে যাওয়ার অনুরোধ করে। উচ্ছৃঙ্খল জনতা সরে না যাওয়ায় ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী লাঠিচার্জ করে। উচ্ছৃঙ্খল জনতা আরও মারমুখী হয়ে বাঙালিদের বাড়িঘরে আগুন দিলে তাদের সঙ্গে পাহাড়িদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পাহাড়ের উঁচু স্থান থেকে পাহাড়ি একটি রাজনৈতিক দলের ক্যাডাররা গুলি চালালে তিন ব্যক্তি প্রাণ হারান। খাগড়াছড়িতে ধর্ষণের জন্য দায়ী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কাম্য। কিন্তু তার বদলে আইনশৃঙ্খলার অবনতি বিভেদকামী শক্তিকেই উৎসাহ জোগাবে। এ হঠকারী পথ থেকে সবাইকে সরে আসতে হবে।
শিরোনাম
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
খাগড়াছড়িতে হানাহানি
হঠকারী পথ থেকে সরে আসতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর