মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজার জন্য শান্তি পরিকল্পনায় একমত হওয়ার কথা জানালেন। বিশ্বজনমত যখন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ক্রমেই ভারী হচ্ছে; তখন সোমবার ট্রাম্প-নেতানিয়াহুর ঐকমত্য ক্ষীণ আশা জাগায়। তাঁরা বলেছেন, হামাসকেও এ বিষয়ে একমত হতে হবে। ওই পরিকল্পনায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে দুই ডজনের বেশি ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত ও জীবিত ২০ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়। বিনিময়ে গাজা থেকে আটক হওয়া শত শত বন্দি মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। কার্যত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটা দরজা উন্মুক্ত হবে। ট্রাম্প এ পরিকল্পনাকে ‘শান্তির জন্য ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। বিবৃতিতে গাজা যুদ্ধ অবসান, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা এবং জিম্মি ও বন্দিমুক্তির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বলা হয়, প্রস্তাবটি অনুসরণ করা হলে, শুরুটাই হবে সামরিক অভিযান বন্ধের মাধ্যমে। এর আগে হামাস যুদ্ধ অবসানে যে কোনো প্রস্তাব পর্যালোচনার কথা জানায়। ফিলিস্তিনি স্বার্থ সুরক্ষায় তারা গাজা থেকে ইসরায়েলি সেনার পূর্ণাঙ্গ প্রত্যাহার ও যুদ্ধ অবসানের ওপর জোর দিয়ে আসছে। অস্ত্র সমর্পণ প্রশ্নে তারা রাজনৈতিক সমাধানের কাঠামোর ভিতর থেকে আলোচনার কথা জানায়। সম্প্রতি ফিলিস্তিনকে অনেক পশ্চিমা দেশের স্বীকৃতি প্রদান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় অধিকাংশ দেশের ওয়াকআউটের কয়েক দিনের মধ্যে এই পরিকল্পনা ঘোষণা হলো। ট্রাম্প বরাবর নেতানিয়াহুকে সমর্থন দিয়ে এলেও ইসরায়েলের সাম্প্রতিক কিছু ঘটনায় হতাশা প্রকাশ করেন। বিশেষ করে কাতারে হামাস নেতাদের ওপর হামলায় তিনি ক্ষুব্ধ হন। এ পরিপ্রেক্ষিতে শান্তি পরিকল্পনাকে বিশ্বনেতারা সাধুবাদ জানিয়েছেন। মার্কিন রূপরেখা অনুযায়ী ‘টেকনোক্র্যাট, অরাজনৈতিক ফিলিস্তিন কমিটি’ সাময়িকভাবে গাজা শাসন করবে। যার তদারকি করবে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী সংস্থা। ট্রাম্প যার নাম দিয়েছেন ‘বোর্ড অব পিস’ এবং যা হবে তাঁরই নেতৃত্বে। এগুলো প্রকৃতই সদিচ্ছার প্রকাশ, নাকি কোনো নতুন কৌশল- ফিলিস্তিন কর্তৃপক্ষ ও তাদের সুহৃদরা নিশ্চয় তার সতর্ক পর্যালোচনা করবেন। মানুষ চায়- সব আগ্রাসন হত্যা ধ্বংস ও যুদ্ধের অবসান। ফিলিস্তিন-ইসরায়েল দ্বিজাতিভিত্তিক সমাধান বিশ্ববাসীর কাম্য। ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ তা নিশ্চিত করুক।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ