জাপানকে বলা হয় ধূমপায়ীদের স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্য এবার নতুন খবর এলো। সিগারেট ছাড়লে বছরে অতিরিক্ত ছয়দিন বেশি ছুটি পাওয়া যাবে। অধূমপায়ী কর্মচারীদের জন্য দারুণ এই সুখবর নিয়ে এসেছে দেশটির একটি কোম্পানি। সম্প্রতি রাজধানী টোকিওতে অবস্থিত পিয়ালা ইঙ্ক নামের এই মার্কেটিং ফার্ম এমন সিদ্ধান্ত নিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
খবরে বলা হয়, ওই অফিস ভবনটি ২৯ তলা। এবং সেখানে সিগারেট খাবার জন্য আলাদা জোনও আছে। কিন্তু একজন কর্মচারী একটি সিগারেটের জন্য দৈনিক অন্তত ১৫ মিনিট সময় নষ্ট করে ফেলেন। অথচ অধূমপায়ীরা সে সময়ও কাজ করে থাকেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাকাও আশুকা বলেন, ‘আমি কর্মচারীদের জরিমানা করার বদলে তাদের ধূমপান ছাড়তে উৎসাহিত করি সবসময়।’
বিশ্বের যে দশটি দেশে সবচেয়ে বেশি ধূমপায়ী বাস করেন তার মধ্যে জাপান অন্যতম। আর তাই ধূমপান কমাতে সম্প্রতি বেশ কিছু অভিনব উদ্যোগ নিচ্ছে দেশটি। এর মধ্যে গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘নন-স্মোকার পিক’ নামের কর্মসূচি। এর আওতায় রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে ধূমপানের বিরুদ্ধে সচেতন করা হয়। আর এতে তারা সফলও হয়েছে কিছুটা।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৭/হিমেল