শারীরিক সম্পর্কের জন্য ১৩ বছরের নাবালককে বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠল ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার এক নারীর বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, সেই সম্পর্ক করতে না চাওয়ায় নাবালকের গোপনাঙ্গ পুড়িয়ে দেয় সেই নারী।
নাবালকের মা জানিয়েছেন, অভিযুক্ত সেই নারী তাদের এলাকার বাসিন্দা ৷ এবং তার ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন তিনি ৷ বাড়িতে একা থাকাকালীন সেই বিবাহিত নারী নাবালকে প্রলোভন দেখিয়ে দুপুর বেলা নিজের বাড়িতে নিয়ে যায় ৷ এবং এরপর নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন ৷
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সেই নারী ৷ 'পস্কো' আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মহিলার খোঁজেও চলছে তল্লাশি ৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর