যাত্রীবাহী বিমানের মাঝ আকাশে বিকল হওয়ার ঘটনা শোনা যায়। কিন্তু হয়ে যাওয়ার ঘটনা কখনও শোনা গেছে কি না তা স্মরণ করে দেখতে হবে। কারণ দুই নভোচারীকে নিয়ে মহাকাশ স্টেশনে যেতে গিয়ে মাঝ পথেই বিকল হয়ে গেল রকেট। ফলে তড়িঘড়ি রকেটটিকে জরুরি অবতরণ করাতে হল।
সেই রকেটে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন মার্কিন নভোচারী নিক হেক এবং রুশ নভশ্চর আলেক্সি অভচিনিন। কাজাখিস্তানে সোভিয়েত আমলের উৎক্ষেপণ কেন্দ্র বৈকানুর কসমোড্রোম থেকে এই রকেট উড়েছিল। ১ কিমি দূর থেকে এই উৎক্ষেপণ দেখেছিলেন অনেকেই। সফলভাবেই এই রকেট উৎক্ষেপণ হয়।
অনেক উচ্চতায় পৌঁছে যাওয়ার পরে সেই রকেটে গোলমাল দেখা দেয়। সর্বশেষ পাওয়া খবর, রাশিয়ান রেডিও দাবি করেছে রকেটটিকে নিরাপদেই অবতরণ করানো হয়েছে। দুই নভচারী একদম সুস্থ রয়েছেন। তাদের কাছে পৌঁছে গেছে উদ্ধারকারী দলও।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর