লাখ কথার পর সম্পন্ন একটি বিয়ের আয়োজন। এই আয়োজন করা মোটেও সহজ কাজ নয়। দুটি মনের মিলনের পাশাপাশি বিয়েতে জড়িয়ে থাকে দুটি পরিবারও। এছাড়াও উভয় পরিবারের হাজারো আত্মীয় উপস্থিত থাকেন বিয়ের অনুষ্ঠানে। সবার জন্য আয়োজন করা হয় ভালো ভালো খাবারের।
তবে এবার বিয়ের দাওয়াত খেতে কষতে হবে বেশ কিছু অংক, দিতে হবে সমাধান। যেমন, কে কোথায় বসবেন, তা অঙ্ক কষেই জানতে হবে অতিথিদের।
বিয়ের এমনই একটি শর্ত সম্বলিত স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কনের স্টেটাস থেকে তা আপলোড করা হয় ‘রেডইট ব্রাইডজিলা’জ থ্রেড’-এ। তার পরেই শুরু হয় তর্কাতর্কি।
পোস্টে লেখা ছিল, বর-কনে দুইজনই যেহেতু গণিতজ্ঞ, তাই তাদের বিয়েতে আসা নিমন্ত্রিতদের সমাধান করতে হবে বেশ কিছু অঙ্ক। যেমন, কে কোথায় বসবেন, তা অঙ্ক কষেই জানতে হবে অতিথিদের।
পোস্টে আরও লেখা ছিল যে, বর্তমানে অনেকেই অঙ্ক নিয়ে গবেষণা করছেন। ফলে সেই সব গবেষণাপত্র থেকেও প্রশ্ন থাকবে।
অতিথিরা কেউ মন্তব্য করেছেন কি না জানা যায়নি, তবে রেডইট-এর সেই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গেছে। বেশির ভাগ মানুষই বলেছেন যে, এমন বিয়ের অনুষ্ঠানে তারা যেতেই চান না। কেউ মজা করেছে আবার কেউ বা কটাক্ষ করেছেন দুই গণিতজ্ঞকে নিয়ে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম