৩ কেজির খরগোশের বুক থেকে বের হল ৫০০ গ্রামের টিউমার। ভারতের মুম্বাইয়ে ৯ বছরের খরগোশটির অস্ত্রোপচার করেছেন ডাক্তাররা। অস্বস্তি কাটিয়েছেন পোষ্যটির।
অস্ত্রোপচার করেছেন পশু চিকিত্ৎসক ডা. নীহার জয়াকর
তিনি বলেন, 'টিউমারের অস্বাভাবিক বৃদ্ধিতে বসতে খুবই কষ্ট হচ্ছিল খরগোশটির। ১২ সেমি ব্যাসার্ধের টিউমারটি খরগোশের শরীরের ওজনের প্রায় ১৭ শতাংশ হয়ে গিয়েছিল।'
খরগোশটির বুক থেকে মাংসপিণ্ডের মতো জিনিস ঝুলে থাকতে দেখে তাকে লিংক রোডের অ্যানিম্যাল কেয়ার সেন্টারে নিয়ে যায় আন্ধেরির একটি পরিবার। মেডিক্যাল চেক-আপের পর জানা যায়, প্রাণীটির শরীরে একটি টিউমার রয়েছে। ডাক্তার জয়াকরের কথায়, 'রক্ত পরীক্ষায় দেখা যায় খরগোশটির কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে। তাই জেনালের অ্যানাস্থেশিয়া করে অস্ত্রোপচার করি।'
প্রায় ৬ মাস ধরে বিরল টিউমারটি খরগোশের শরীরে বড় হয়েছে বলে জানান ডাক্তার।
অস্ত্রোপচারের পর পেইনকিলার ও অ্যান্টিবায়োটিকের সাহায্যে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে খরগোশটি। এখন তার ওজন ২.৬ কেজি। বিরল এই ঘটনাকে আন্তর্জাতিক পশু চিকিত্ৎসা ক্ষেত্রে তুলে ধরবেন বলে জানিয়েছেন ডাক্তার জয়াকর।
বিডি প্রতিদিন/কালাম