২৬ আগস্ট, ২০১৯ ০৯:১৩

টানা ৯০ ঘণ্টা সাইকেলে ১২০০ কিলোমিটার পথ অতিক্রম!

অনলাইন ডেস্ক

টানা ৯০ ঘণ্টা সাইকেলে ১২০০ কিলোমিটার পথ অতিক্রম!

অনিল পুরী

ফ্রান্সের প্রাচীনতম সাইকেল ইভেন্টে দারুণ কৃতিত্ব অর্জন করলেন ভারতের লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী। প্রথম লেফটেন্যান্ট জেনারেল পদের অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ইভেন্টের ১২০০ কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করলেন তিনি। সময় লাগল ৯০ ঘণ্টা। 

গত ২৩ আগস্ট থেকে শুরু হওয়া ইভেন্টে টানা ৯০ ঘণ্টা সাইকেল চালিয়ে সম্পূর্ণ সার্কিট অতিক্রম করেন ৫৬ বছরের অফিসার। ১৯৩১ সালে শুরু হয়েছিল প্যারিস-ব্রেস্ট-প্যারিস সাইকেল ইভেন্ট। তারপর থেকে এই ইভেন্টে পুরো সার্কিট শেষ করতে পেরেছেন ৩১,১২৫ জন। 

এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিন্দনের ঝড় উঠেছে। সবাই লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরীর কৃতিত্বের প্রশংসা করেছেন। এই বয়সেও যেভাবে টানা ৯০ ঘণ্টা তিনি সাইকেল চালিয়েছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। 


বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর