জেগে উঠেছে আগ্নেয়গিরি। চারিদিকে ছড়িয়ে পড়ছে লাভা। লাভার সেই উত্তাপকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে পিৎজা। সম্প্রতি এ রকমই একটি ভিডিও নিয়ে মেতেছেন নেটিজেনরা।
গুয়াতেমালায় রয়েছে পাকায়া আগ্নেয়গিরি। জেগে ওঠার পর সেই আগ্নেয়গিরি থেকে বের হচ্ছে লাভা। সেখানেই পিৎজা বানিয়েছেন ডেভিড গার্সিয়া নামে এক ব্যক্তি।
৩৪ বছর বয়সী ডেভিড গার্সিয়া পিৎজা বানানোর সব উপকরণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন। লাভার উত্তাপে যাতে ক্ষতি না হয়, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছিলেন তিনি। গরম লাভার উপর তিনি বসিয়েছিলেন ধাতুর পাত্র। তার উপর তৈরি করা হয়েছে পিৎজা।
এক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেখানে ঘুরতে আসা পর্যটকরা খেয়েছেন ডেভিডের বানানো সেই পিৎজা।
এ বিষয়ে ডেভিড গার্সিয়া বলেন, ‘‘প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৪ মিনিট ধরে তৈরি করা হয়েছে পিৎজা। তা খেতেও খুব সুন্দর হয়েছে।’’ লাভার উপর তৈরি এই পিৎজাকে নেটিজেনরা নাম দিয়েছেন ‘পাকায়া পিৎজা’।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন