ইহুদিবাদী ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল একটি সরকার বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরাইলকে নতজানু হতে বাধ্য করব। আমরা তাদের বিরুদ্ধে ভয়াবহ আঘাত করব।
সোমবার গাজায় দেয়া এক বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেছেন বলে আল-মায়াদিন জানিয়েছে। নাখালার দাবি, আমরা একটি বৃহৎ যুদ্ধে লিপ্ত রয়েছি যা গোটা ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে চলছে। ফিলিস্তিনি জাতি বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদ রক্ষার ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা করেছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক