একটি হাতি লরিটিকে আপ্রাণ ধাক্কা দিচ্ছে। সরাতে না পেরে হতাশ হয়ে লরির গায়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলো হাতিটি। তবে এই ঘটনার পেছনে আছে এক হৃদবিদারক ঘটনা। যে ঘটনা মায়ের দুঃখ গাঁথা। এক সন্তানহারা মায়ের আর্তনাদেরও।
উত্তর মালয়েশিয়ায় একটি মহাসড়কে ঘটেছে ঘটনাটি। লরির নীচে চাপা পড়ে মারা যাওয়া শাবকটিকে বাঁচাতেই আপ্রাণ চেষ্টা করছিলো মা হাতিটি। এমন একটি হৃদয়বিদারক ভিডিও দেশটির ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা শোক ও ক্ষোভ উভয়ই উস্কে দিয়েছে।
গত রবিবার ভোরে পূর্ব-পশ্চিম মহাসড়কে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটিতে দেখা গেছে যে মা হাতিটি গাড়ির আটকে পড়া শাবটিকে বের করার চেষ্টা করছি। মুরগি বোঝাই লরিটিকে সে কোনোভাবেই সরাতে পারছে না।
পথচারীরা হাতিটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার পরেও সারা রাত হাতিটি শাবকের পাশে দাঁড়িয়েছিল। বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা অবশেষে হাতিটিকে শান্ত করে হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক করেন।
মালয়েশিয়া এবং প্রতিবেশী ইন্দোনেশিয়ানরা সোশ্যাল মিডিয়ায় তাদের শোক প্রকাশ করেছেন। অনেকেই মা দিবসে ঘটে যাওয়া ট্র্যাজেডির মর্মান্তিক তুলে ধরেছেন।
ব্যবহারকারী মারিও তিগা লিখেছেন, মা দিবসে একটি হাতি আমাদের দেখিয়েছে যে মায়ের ভালোবাসা কী। অন্যরা বলেছেন, তারা প্রচারিত ভিডিওগুলি দেখে ভেঙে পড়েছেন। একজন বলেছেন, আজ এই হাতির খবরে আমি এতটাই প্রভাবিত হয়েছি যে, যতবারই এটি দেখি, আমি অবিরাম কাঁদছি।
ব্যাপকভাবে শেয়ার করা একটি ভিডিওতে, লরিটি ঘিরে থাকা মায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ইতোমধ্যে, একটি মর্মস্পর্শী কার্টুন যেখানে শিশু হাতিটি ডানা মেলে তার মাকে বিদায় জানাচ্ছে, তা ৭০০,০০০ বারেরও বেশি দেখা হয়েছে।
সূত্র: সাউদ চায়না মর্নিং পোস্ট
বিডি প্রতিদিন/নাজমুল