বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক এফিবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন,' ভারতের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে দেশটির সুসম্পর্ক রাখতে হবে। কারণ ভারতের নিজেদেরই অনেক সমস্যা রয়েছে'।
আজ শনিবার গুলমানের হোটেল লেকশোর হোটেলে ভারত নির্বাচন-২০১৪: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পিস অ্যান্ড কনফ্লিক্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) দীপঙ্কর ব্যানার্জী বলেন, 'ভারতবর্ষে এই নির্বাচন নানা কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ধারণা করছি, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠনের সম্ভাবনা ব্যাপক। এই ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেতারা তাদের মতো করে ভোটারদের কাছে বার্তা দিচ্ছেন। বিজেপি প্রার্থী মোদীও তরুণদের কাছে টানতে পারছেন। হয়তো এটা তার উন্নয়ন মডেলের কারণেই।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ-ভারতের মধ্যে অনেকগুলো ইস্যু আছে যা নিয়ে দুই দেশের সরকারের মধ্যে কাজ করতে হবে। এরমধ্যে অন্যতম প্রধান ইস্যু হচ্ছে, পানিসম্পদ, জনসম্পদ, উন্নয়ন, সীমান্ত সমস্যা, কানেকটিভির মতো বিষয়।'
এই বক্তব্যের কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, 'দীপঙ্কর ব্যানার্জী মোদীকে যেভবে পজিটিভটি তুলে ধরলেন। তাতে হয়তো আমরা ভোটার হলে তাকেই ভোট দিতাম। আসলে তা নয়, সব মানুষের মন তা বলছে না। কনসার্ন শুধু বাংলাদেশীরাই নয়। মানুষের মনে চিড় ধরেছে। ভারতে যে সরকারই আসুক বাংলাদেশকে তাদেরই প্রয়োজন। তাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে।'