২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে গাইবান্ধায় শোক ও স্মৃতিচারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে গণঅভুুত্থানের পটভূমি, তাৎপর্য ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শনিবার (২ আগস্ট) সকালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালির গোয়ালবাড়ী ঈদগাঁহ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এক বলিষ্ঠ উদাহরণ। সে সময় সাধারণ মানুষ অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে সংগ্রাম গড়ে তুলেছিল, তা আজও আমাদের প্রেরণার উৎস। বক্তারা এই আন্দোলনের প্রয়োজনীয়তা ও জনগণের সাহসী ভূমিকার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে এ থেকে শিক্ষা নেওয়ার মতো দিকগুলো তুলে ধরেন।
আলোচনা শেষে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ শুধু প্রতীকী শ্রদ্ধা নয়, বরং তা জীবনের বিকাশ, স্থিতি এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতারও প্রতিচ্ছবি।
সমাজসেবক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শরিফুল হক সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাড. মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আশাদুল ইসলাম, সমাজকর্মী মনির হোসেন সুইট এবং সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোরশেদ দীপন।
বিডি প্রতিদিন/এএ