ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বেশ কয়েকবার একে অন্যদের স্লেজিং করেন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। বিষয়টি ম্যাচটিতে বাড়তি উত্তাপের জন্ম দেয়। এসব নিয়ে দিন শেষে কথা বলেন ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।
দ্বিতীয় দিনের খেলার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ভারতের পেসার আকাশ দীপের একটি উদযাপন। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে সাজঘরে ফেরানোর পর আকাশ দীপ উল্লাস করেন। এরপর ব্যাটারের কাঁধে হাত রেখে কয়েক ধাপ হেঁটে বিদায় জানান তিনি।
ডাকেট আউট হওয়ার আগে আকাশকে বলেছিলেন, তুমি আমাকে আউট করতে পারবে না। এর পরিপ্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া দেখান ভারতের তরুণ পেসার। আকাশের এ আচরণকে ভালোভাবে নেননি ট্রেসকোথিক।
তিনি বলেন, এভাবে কাউকে বিদায় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একজন বোলারের কাজ ওই পর্যন্তই। আমি আগে কখনো কাউকে এভাবে ব্যাটারকে নিয়ে হাঁটতে দেখিনি। বিষয়টা কিছুটা অদ্ভুত।
ট্রেসকোথিককে পরে ড্রেসিংরুমের ব্যালকনিতে কিছু অঙ্গভঙ্গি করতেও দেখা যায়। সেটির ব্যাখ্যায় তিনি বলেন, আমরা তখন ব্যালকনিতে বসে আলাপ করছিলাম। আমার সময় হলে অনেকেই হয়তো ভিন্ন কিছু করত, হয়তো কনুই দিয়ে হালকা ঠেলা দিতো। আমি তখন কেবল মজা করছিলাম, হাসছিলাম।
ডাকেট আরেকটি ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ভারতের সাই সুদর্শনের আউটের পর কথার উত্তেজনায় জড়ান তিনি। এ ছাড়া প্রথম ইনিংসে জো রুট ও প্রসিধ কৃষ্ণার মধ্যেও কথার লড়াই হয়েছে।
রুট-প্রসিধের ঘটনার ব্যাখ্যায় ট্রেসকোথিক বলেন, তারা সম্ভবত কোনো মন্তব্য করেছিল, আর প্রসিধ সেটা শুনে ওকে একটু উসকে দিতে চেয়েছিল। জো সাধারণত হাসিখুশি থাকে, অনেক কিছুই হালকাভাবে নেয়। কিন্তু আজ সে একটু ভিন্ন ছিল। আজ সে পাল্টা জবাব দিয়েছে।
বিডি প্রতিদিন/কেএ