বিজেপি নেতা নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন উপমহাদেশের বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার। আর প্রধানমন্ত্রী হলেও তা বাংলাদেশের জন্য ঝুঁকির কারণ হবে না বলেও মনে করেন তিনি।
যুক্তি হিসেবে কুলদীপ নায়ার বলেন, ভারতের সংবিধানে সবার ওপরে গণতন্ত্র। গণতন্ত্র একক কারো বিষয় নয়, এটা সকলের বিষয়। গণতন্ত্র মানে বহুতন্ত্রবাদ। তাই এক মোদী চাইলেই সবকিছু হবে না। রয়েছে সুশীল সমাজ ও গণমাধ্যমের শক্ত অবস্থান।
কুলদীপ নায়ারের মতে, এবারের নির্বাচনে এতো সহজে ভারতে সরকার গঠন করতে পারছেন না মোদী। কারণ লোকসভার ৫৪৩ আসনের ২৭৩টি এককভাবে পাওয়া সম্ভব হবে না তার দলের জন্যে। এ ক্ষেত্রে জোটের শরণাপন্ন হতেই হবে। তিনি বলেন, ভারতে এ নির্বাচনে ধর্মনিরপেক্ষতা বা সেক্যুলারিজম একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আজ শনিবার গুলশানের হোটেল লেকশোর হোটেলে ‘ভারতের নির্বাচন-২০১৪: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এ আলোচনা সভার আয়োজন করে।
সামিয়া জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও পিস অ্যান্ড কনফ্লিক্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা দীপঙ্কর ব্যানার্জী, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি, দেব মুখার্জী, ব্যবসায়ী নেতা আনিসুল হক, কূটনীতিক শফিউল্লাহ, ওয়ালিউর রহমান সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী, বুদ্বিজীবী সলিমুল্লাহ খান, অধ্যাপক আনোয়ার হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ভারতের সাংবাদিক জয়ন্ত ঘোষাল, মহেন্দ্র বেদ প্রমুখ।