চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় আজ রবিবার ষাটনল হতে চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরা নিষেধ। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৫-১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, প্রক্রিয়াজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং সকল প্রকার মজুত নিষিদ্ধ করেছে সরকার। প্রজনন কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নদী এলাকায় প্রচার প্রচারণা চালানো হয়েছে।
আজ সকালে জেলা ম্যস্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ কেজি মা ইলিশ আটক করে শহরের বাসস্ট্যান্ড এতিমখানা ও সরকারি শিশু সদনে এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিতেই মৎস্য গবেষকরা এই পূর্ণিমার আগে ও পরের সময়কালকে প্রজননকাল নির্ধারণ করেছেন। মা ইলিশ যাতে প্রজনন এলাকায় নিরাপদে ডিম ছাড়তে পারে তাই এই অভিযানের ব্যবস্থা নেয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, ইলিশের সর্বোচ্চ প্রজনন আশ্বিনের ভরা পূর্ণিমার আগের ৩ দিন ও পরের ৭ দিনকে নির্ধারণ করেছেন গবেষকরা। এই ১১ দিন মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে সাগর থেকে মোহনায় ও নদ-নদীতে উঠে আসে। তাই জেলা টাস্কফোর্সের পাশাপাশি আমাদের বিভাগের পক্ষ থেকে এই অভিযান আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
বিডি-প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৪/ রশিদা